শিরোনাম
ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তালার হাজরাকাটী গ্রামে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।  বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি  পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।   সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে : ট্যামি ব্রুস মনোহরদীতে শীর্ষ স্থানীয় নেতাদের ঈদ আনন্দ ভাগাভাগি। ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

চন্দনাইশে অপহরণ পূর্বক চাঁদা দাবির অভিযোগে আটক-১

রিপোটারের নাম / ১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রওশনহাট এলাকা থেকে প্রবাসী ফজলুল ইসলাম (৫৫) কে অপহরণ পূর্বক তুলে নিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পশ্চিম এলাহাবাদ এলাকার শহর মুল্লকের ছেলে নুর হোসেন (২৩) কে। থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, প্রবাসী ফজলুল ইসলাম গত ১৫ মার্চ দেশে আসেন। গত ২৭ মার্চ সকালে মোটর বাইকে করে চন্দনাইশ যাওয়ার পথে রওশন হাট ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা ধাক্কা দেয়। এ ব্যাপারে অটোরিক্সা চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিছনের সিটে থাকা ৩ যাত্রী তাকে মারধর করে তার হাতে থাকা ২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের আইফোন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ফজলুলকে জোরপূর্বক তাদের অটোরিক্সায় তুলে পার্শ্ববর্তী বিলে বটতল পুকুরপাড়ে নিয়ে গিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ, স্থানীয়রা ফজলুলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে। এ সময় স্থানীয়রা অটোরিক্সা চালক নুর হোসেনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে প্রবাসী ফজলুল ইসলাম বাদী হয়ে নুর হোসেন (২৩), আবদুর রহমান প্রকাশ আবু সামা (৩৭), ইব্রাহিম খোকন (২১), মো. মানিক (২২)’র নাম উল্লেখ করে অপহরণ পূর্বক চাঁদা দাবির অভিযোগ এনে গত ২৭ মার্চ থানায় মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে পুলিশ নুর হোসেনকে আটক করে ২৮ মার্চ আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।


এই ক্যাটাগরির আরো সংবাদ