নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া আব্দুল বারী হাটের পশ্চিম পার্শ্বে আলা হযরত (রহঃ) সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, যাকাত-ফিতরার ফজিলত ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ (বুধবার) বিকাল ৩ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনছারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মো. আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল মান্নান আনছরী। বক্তব্য রাখেন, ভূমি অফিসের কর্মকর্তা যথাক্রমে, মুহাম্মদ শাহজাহান, আহমদ নবী, পুলিশ সদস্য মুহাম্মদ তাজুল ইসলাম, আবুল কাশেম কোম্পানি, মাওলানা কমরুদ্দীন নূরী, আব্দুল মালেক ভেণ্ডার, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ বেলাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ নবী, মুহাম্মদ মফিজুর রহমান কাদেরী, মুহাম্মদ আব্দুল হাকিম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ মফিজুর রহমান, মনির আহমদ, ছাত্রসেনা নেতা মিজানুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান, মুহাম্মদ পারভেজ হোসেন, মুহাম্মদ মামুন, জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুল গফুর প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।