নিজস্ব প্রতিবেদক: গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২১ মার্চ বিকেলে দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার সভাপতি জাফর আহমদ খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান মেহমান ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দীন ছবুর, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, বিশেষ আলোচক মাওলানা আব্দুল গফুর খাঁন, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দোহাজারী পৌরসভা কমিটির উপদেষ্টা মাওলানা মুফতি আবু ছৈয়দ নেজামী। অন্যান্যদের মধ্যে আলোচনা অংশনেন, মাওলানা আহমদ রেজা খাঁন, মাওলানা মহসিন আজাদী, মাওলানা মোক্তার শিবলী, মাওলানা দিদারুল ইসলাম, মাহফিল কমিটির আহবায়ক মো. আমির হোসেন, সদস্য সচিব মনসুর আলী, হাজী আবু তাহের, মো. সোলাইমান, মো. আরমান হোসেন, আলহাজ্ব জাকের হোসেন, আহমদ নবী, মো. ইউচুপ মাষ্টার, মো. জাফর প্রমূখ। শেষে দেশ জাতি ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দোহাজারী পৌরসভা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম রেজভী।