ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করাহয়েছে।রোববার দুপুরে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট বিভাগীয় জুনের সহকারী পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক,পৌর খেলাফত মজলিসের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, পৌর খেলাফত মজলিসের সহ- সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান,সদস্য শাহ আলম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন যে উদেশ্য নিয়ে খেলাফত প্রতিষ্টা হয়েছিল তা পয়ত্রিশ বছরেও বাস্তবায়ন হয়নি।স্বাধীনতার পর বৈষম্য হীন সমাজ প্রতিষ্টার লক্ষ্য ও মানুষের মৌলিক অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালন করতে খেলাফ প্রতিষ্টা করা হয়েছিল।আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্টায় আমাদের আরও ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।