শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
Oplus_131072

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জের ছাতক ডিগ্রী কলেজ রোডে অবস্থিত ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। । এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান সবুজ। তিনি প্রবাসে থাকায় প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে আসলে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জুনেদুর রহমান।

চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ সূত্রে জানাযায়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খূজে বের করার চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ