শিরোনাম
ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তালার হাজরাকাটী গ্রামে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।  বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি  পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।   সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে : ট্যামি ব্রুস মনোহরদীতে শীর্ষ স্থানীয় নেতাদের ঈদ আনন্দ ভাগাভাগি। ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ছাতকে শাক-সবজি চাষে প্রযিকের উদ্যোগে প্রশিক্ষন শুরু

সাকির আমিন, ছাতকঃ / ১৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 93.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে  শাক-সবজি চাষের  উপর বি আর ডি বির পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায়  ৪০ জন মহিলার মধ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করেন বি আর ডি বির সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ সরোয়ার মাহফুজ । বুধবার  সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান  । উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসের সভাপতিত্বে ও পজিকের উপ-প্রকল্প কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি  ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. ইমান আল- হোসাইন।  উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  বি আর ডি বির মাঠ সংগঠক বিদুষ কুমার বর্মন। প্রশিক্ষনার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন হুসনা বেগম, সাহেলা বেগম, সুফিয়া বেগম, রুকসানা বেগম, রাজিয়া বেগম, নাজমা বেগম, শুকুর বি,পারুল বেগম, সাহানা বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান বলেন  মাননী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছন দেশে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না তাই প্রশিক্ষন গ্রহন করে লক্ষ্য থাকতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেকে আর্থীক ভাবে সাবলম্বি করে এলাকার উন্নয়নে কাজ করে দেশের মানুষের কল্যানে এগিয়ে আসা।তবেই এ প্রশিক্ষন সরকার এবং নিজের জন্য সার্থক ও সফল হবে। সরকার দেশের বেকারত্ব দুরি করেনে নানা বিষয়ের উপর প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছে। শাক-সবজি চাষের মাধ্যমে দেশের অনাবাদি জমিকে চাষের আওতায় এনে চাষাবাদ গড়ে তুলতে হবে। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ