লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক চ্যারিটি ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নতুন কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক ইসলামিক সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন। অভিনন্দন বার্তায় তারা বলেন আপনাদের এই নতুন দায়িত্ব গ্রহণ একটি মহৎ কাজের সূচনা, যা কমিউনিটির কল্যাণ, ইসলামী মূল্যবোধের প্রসার এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও কল্যাণময় একটি ভবিষ্যতের পথে এগিয়ে যান। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আপনাদেরকে দায়িত্ব পালনে তাওফিক দান করুন, সংগঠনের কার্যক্রমে সফলতা ও বরকত দান করুন এবং কমিউনিটির সেবা ও উন্নয়নে আপনাদের প্রচেষ্টা কবুল করুন।
ছাতক ইসলামিক সোসাইটির ইউকের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বৎসরের জন্য সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সভাপতি নির্বাচিত হন এমদাদুর রহমান ও সেক্রেটারি ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমন, নতুন কার্যকারী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ট্রেজারার মোঃ কুতুবুজ্জামান শামীম, ফান্ডরাইজীং সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, অর্গানাইজিং দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, টক প্রজেক্ট সেক্রেটারি আবু সাঈদ নীলু, ইউ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহনুর আলী, কালচারাল সেক্রেটারি মোহাম্মাদ আনু মিয়া, প্রেস এন্ড পাবলিচিটি সেক্রেটারি সারওয়ার হোসেন সুজন।
এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা হলেন যথাক্রমে লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুল রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন, আসাদুল হক।
উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর ইউকের গ্রেটারেক্স বিজনেস সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপর সিইসি এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির উদ্দিন নির্বাচিত প্রেসিডেন্ট এমদাদুর রহমান কে শপথ পাঠ করান।