লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক শোক সভা ও মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সিনিয়র সদস্য সমর উদ্দিনের মৃত্যুতে এক শোক সভার আয়োজন করা হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ শামছু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ বাদশাহ মিয়া। এসময় সভায় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক আলহাজ্ব বুলবুল আহমদ, মজিদ মিয়া,আলমগীর হোসেন, মোহাম্মদ জালাল মিয়া,হোসাইন আহমদ হোসেন, জসিম উদ্দিন সালমান, আব্দুল আজিজ সুজন, কমর উদ্দিন প্রমূখ।শোক সভায় সমর উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে তার স্মৃতি চারণ করা হয়। এছাড়া তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার কর্ম ময় জীবনের নানা দিক আলোচনা করা হয়। শোক সভা শেষে সমর উদ্দিনের সমিতিতে থাকা সঞ্চয় ও আমানত সহ অনুদানের টাকার চেক তার ছেলে মোহাম্মদ আলীর হাতে হস্তান্তর করেন সমিতির সভাপতি শামছু মিয়া সহ সমিতির নেতৃ বৃন্দ।