শিরোনাম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

জেলার শ্রেষ্ট ওসি রুহুল আমীন নির্বাচিত

রিপোটারের নাম / ৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

 

ডেস্ক নিউজ: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সুনামগঞ্জ পুলিশ লাইনস্থ পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীনকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম সম্মাননা পুরস্কার প্রদান করেছেন। এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাগেছে, ওসি মোঃ রুহুল আমীন (জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত) অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানায় গত ০৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহনের পর থেকে থানা এলকায় মাদক উদ্বার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জ জেলার ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি রুহুল আমীনকে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়েছে। এদিকে জগন্নাথপুর থানার ওসি রুহুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ