শিরোনাম
এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা ।
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সেন্টার কমিটি গঠন এবং ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) খিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ মাগরিব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সুনামগঞ্জ-৫, ছাতক ও দোয়ারবাজার) অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

ওয়ার্ড সমাবেশে সভাপতিত্ব করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজ ফয়জুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী উবাইদুল হক শাহিন, উপজেলা আমীর মাওলানা আকবর আলী, সুনামগঞ্জ জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, ইউনিয়ন সভাপতি আরাফাত আহমদ রাহাত, গোবিন্দগঞ্জ সাথী শাখা শিবিরের সভাপতি মাসুদ আহমদ, সাবেক সভাপতি হাফিজ বিলাল ও আব্দুল মমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ
মাওলানা সামছুল ইসলাম, হাজি আব্দুর রহমান, জুনেদ আহমদ,আলী আহমদ,তারেক আহমদ রুমেন, কামাল আহমদ, রাজু আহমদ নুমান, সুমন, মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা আল্লাহর আইন অনুযায়ী সৎ ও দক্ষ শাসনের গুরুত্ব তুলে ধরেন। তারা উপস্থিত জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ