পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ ১-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলা বিএনপির সাবেক এই সেক্রেটারী এ আসনকে বিএনপির আঁকড়ে ধরে রাখার জন্য মাঠ পর্যায়ে প্রতিদিনই গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। বিএনপি ক্ষমতায় আসলে এলাকার উন্নয়নে সর্বোচ্ছ চেষ্ঠা করবেন বলে তিনি জনগণকে আশ্বস্থ্য করেন। গণসংযোগকালে তিনি বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্তীর মধ্যে না পড়ে দল যাকে মনোনয়ন দিবেন তার সাথে কাজ করার আহবান জানান।