শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

পাটকেলঘাটায় শ্রমজীবি সমবায় সমিতির বার্ষিক সভা 

রিপোটারের নাম / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমজীবি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় পাটকেলঘাটা বাজার সংলগ্ন স্কুল মাঠে সভা অনুষ্টিত হয়।

 

উক্ত বার্ষিক কর্মী সভায় মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির নির্বাহী পরিচালক রহমত শেখ, , উপজেলা সমবায় সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মশরেকুজ্জামান ইমন সহ প্রমূখ।

 

তালা উপজেলা সমবায় সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মশরেকুজ্জামান ইমন উপস্থিতি সকল গ্রাহকের উদ্দেশ্য জানান, সকল গ্রাহকের অর্থ ফেরতের কথা ভেবে তিনি শ্রমজীবি সমবায় সমিতির প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। অতি অল্প সময়ের মধ্যে গ্রাহকের জমানো অর্থ ফেরত কার্যক্রম শুরু করা হবে। এক সঙ্গে সকল গ্রাহকের অর্থ ফেরত দেওয়া বেশ কষ্টকর সেক্ষেত্রে গ্রাহকদের মধ্যে বাছাই করে যাদের বেশি প্রয়োজন তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে, ধারাবাহিকভাবে সঞ্চয়ের অর্থ ফেরতের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাঠ পর্যায়ে যে ঋণ দেওয়া হয়েছিল সেটার একটি মোটা অংশ এখনো অনাদায় রয়েছে। এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। গৃহীত পরিকল্পনা অনুযায়ী আগাতে পারলে আগামী ছয় মাস পরে মানুষের বিশ্বাস ও আস্থার এই প্রতিষ্ঠানটি পুনরায় আগের রূপে ফিরবে এমনটা প্রত্যাশা করেন তিনি।

 

অনুষ্ঠানে তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, গ্রাহকেরা তাদের সঞ্চয় করা অর্থ ফেরত পেতে বিড়ম্বণার সম্মুখীন হয়েছেন। এখানে অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। গ্রাহকের কথা ভেবে চলতি বছরের এপ্রিল থেকে সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করবেন।

 

এসময় উপস্থিত গ্রাহকদের মধ্যে অনেকেই তাদের সঞ্চয়ের অর্থ ফেরতের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সমিতির পরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সমিতির কর্মকর্তাগণ গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্যধারণ করার কথা জানান। ধারাবাহিকভাবে সকলকে অর্থ ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি আগের অবস্থানে ফেরার বিষয়টি জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ