তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ২ দিন ব্যাপি ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচী দিয়েছে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আগামী ১৭ ও১৮ তারিখের তিস্তা বাঁচাও কর্মসুচী বাস্তবায়ন ও সাধারণ জনগনকে সম্পৃক্ত করতে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরন, পথসভাসহ বিভিন্ন প্রচার প্রচারনা করছে তিস্তা অববাহিকার চারটি জেলায়।
সেই প্রচারণার অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারী শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সমন্বয়ে এক বর্নাঢ্য র-্যালী বের করে পাটগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে পথসভার মধ্যদিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন লালমনিরহাট ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এসময় বিএনপি সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।