এফ আই রানা লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর বিএনপির উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৩ঃ ৩০ মিনিটে পাটগ্রাম পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে তিন শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। বিশেষ অতিথি হাফিজুল হক প্রধান সাধারণ সম্পাদক পাটগ্রাম পৌর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবীর শামীম, কামরুল হাসান মানিক, মুশফিকুর রহিম রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাটগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে।