মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা এবং শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজির আহম্মেদ প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন,জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ হামিম, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, একই স্থানে উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিচালনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া যাবেনা বলে উপস্থিত সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়।