শিরোনাম
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত  আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, চাঁদাবাজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাওলানা জাহাঙ্গীর আলম নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গত (৬ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান। স্কাউটদের উচ্ছ্বাস, অভিভাবকদের ভালোবাসা এবং অতিথিদের শুভেচ্ছায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের কৃতি শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রী উপজেলা, জেলায় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জনের গৌরব অর্জন করে। জাতীয় পর্যায়ে গাজীপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ্যতার প্রমাণ রেখে তিনি এই সম্মান লাভ করেন এবং সিলেটের বিভাগীয় কমিশনারের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত (২০ নভেম্বর) উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় অর্জনের স্বীকৃতি হিসেবে স্পিহা ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের কাছ থেকেও সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অতিথিবৃন্দরা বলেন, স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে স্কাউট আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিহার বাবা সৌদি আরব প্রবাসী সাহেদ আহমেদ বলেন, মেয়ের এমন অর্জন আমাদের পরিবারের জন্য বিশাল আনন্দের। ছোটবেলা থেকেই সে পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ। স্কাউটিং তাকে আরও যোগ্য ও আত্মবিশ্বাসী করেছে।

তার মা সাহেরা পারভীন আবেগঘন কণ্ঠে বলেন, স্পিহা স্কাউটে ভর্তি হওয়ার পর থেকেই আমরা তাকে উৎসাহ দিয়েছি। আজ তার অর্জনে আমরা সত্যিই গর্বিত। মেয়ের সাফল্য শুধু আমাদের নয় পুরো এলাকার জন্য আনন্দের।

ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আজাদ বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে এটি আমাদের জন্য অপরিসীম গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি আমিসহ স্কাউট শিক্ষক অজয় কৃষ্ণ পাল এবং আরও দুইজন স্কাউট লিডার গত দুই বছর ধরে আন্তরিকভাবে কাজ করেছেন। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড শুধু পুরস্কার নয় এটি বিদ্যালয়ের মর্যাদা ও সুনামকে আরও উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, উম্মে ফাতেমা স্পিহা ও তার সহপাঠীদের এই অসাধারণ সাফল্য পুরো ছাতক উপজেলার জন্য গর্বের। তাদের যোগ্যতা, শৃঙ্খলা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে, যাতে তারা আরও অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারে।

আমি বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট শিক্ষক এবং সংশ্লিষ্ট স্কাউট সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ধারাবাহিক পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি আমি অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে তারাও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের, পরিবারের এবং ছাতক উপজেলার সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

এই বছর উম্মে ফাতেমা স্পিহার পাশাপাশি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিফা নোমা ও শ্রাবন্তী ঘোষ মিতু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। শিক্ষকরা জানান, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার জন্যই এ অর্জন সম্ভব হয়েছে।

উম্মে ফাতেমা স্পিহা উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের শাহেদ আহমেদ ও সাহেরা পারভীন এর মেয়ে।

স্পিহার এই অর্জনে নোয়ারাই ইউনিয়নসহ পুরো ছাতক জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক ও প্রশাসন আশা করছে এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেম দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ