শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক কর্মীদের পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করেছে।

রিপোটারের নাম / ৩১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক তার কর্মীদের পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখপাত্র জানান,“বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ‘শালীন পোশাক’ পরিধানের বিষয়টি আলোচিত হলেও, তা ছিল পরামর্শ পর্যায়ের প্রস্তাব। এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা বা নীতিগত সিদ্ধান্ত ছিল না।”

 

তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এবং তা বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুরো প্রস্তাবনা বাতিল করা হয়।

 

এর আগে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ২৩ জুলাই রাতে প্রকাশিত খবরে বলা হয়,২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ একটি সার্কুলার জারি করে, যেখানে:

নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না বা শালীন পেশাদার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়

ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস বর্জন করতে বলা হয়

 

ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়

 

পুরুষদের ক্ষেত্রে জিনস ও গ্যাবার্ডিন পরা নিরুৎসাহিত করা হয়

 

এই নির্দেশনার বাধ্যতামূলক রূপ ও শৃঙ্খলাভঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে।

 

সমালোচনার মুখে, ব্যাংক কর্তৃপক্ষ রাতেই একটি ব্যাখ্যামূলক বিবৃতিতে জানায়,“এই সার্কুলারটি ছিল পরামর্শমূলক, এতে কারও পোশাকের স্বাধীনতা খর্ব করার কোনো উদ্দেশ্য ছিল না।”

 

মুখপাত্র আরিফ হোসেন খান জানান,“ভবিষ্যতে এ ধরনের কোনও প্রস্তাব বা নীতিমালা থাকলে, তা সরকারি সার্কুলার আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”

 

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আলোচনা থেকে উদ্ভূত একটি পোশাক সংক্রান্ত নির্দেশনা গণমাধ্যমে আসার পরপরই সমালোচনা ও ভুল বোঝাবুঝির জন্ম দেয়। গভর্নরের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত প্রত্যাহার করা হয়েছে এবং কর্মকর্তাদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ