এইচটি বাংলা বিনোদন ডেস্ক : ভারতে ভাইফোঁটা র দিন বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়। যদিও ইতিমধ্যে ইউটিউব এ মুক্তি পেয়ে গেছে শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত এবং কৃষ্ণকলি বেরা প্রযোজিত ছবি হয়তো তোমারই জন্য র টিজার। এই ওয়েব মুভিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সাংবাদিক ঋজু রায়। রোমান্স, অভিমান সব কিছু নিয়ে পরিপূর্ণ থাকছে এই মুভি। এখন শুধু একটা জিনিষ ই দেখার মুভিটি মুক্তির পর কতটা মন জয় করতে পারবে দর্শকদের।