শিরোনাম
রাজশাহীতে দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ঢাকায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের  উদ্যোগে বিশাল জমায়েত স্থগিত করার প্রতিবাদ করায় চট্টগ্রামে ৬ জনকে গ্রেপ্তার সার্ক সাংবাদিকের শান্তির বার্তার মাধ্যমে রাজস্থানের জয়পুরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে-২০২৫ পুঁজিবাজারে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা ১১৬ বছরের ঐতিহ্য চট্টগ্রামের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

 

মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষা প্রবর্তন করতে কাতার চ্যারিটির সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষা প্রবর্তন করতে কাতার চ্যারিটির সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আব্দুল্লাহ আল হাম্মাদি, দোহায় আর্থনা সামিটের পাশাপাশি, প্রফেসর ইউনূস বাংলাদেশে চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন, যার মধ্যে অনাথ স্পনসরশিপ প্রোগ্রাম এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ সহ।

 

তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের উদীয়মান প্রযুক্তি যেমন কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা শেখার আগ্রহের উপর জোর দেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যে কোন সহায়তাকে স্বাগত জানাবো।” তিনি বলেন, কাতার চ্যারিটি সরাসরি বাংলাদেশি মাদরাসার সাথে জড়িত হতে পারে এবং তাদের পাঠ্যক্রমে প্রযুক্তিকে একীভূত করার প্রচেষ্টা সমর্থন করতে পারে।

 

তিনি আরো বলেন, “ মাদ্রাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিক্ষার্থী। তারা এই দক্ষতা দ্রুত উপলব্ধি করবে। ”

 

প্রতিক্রিয়ায়, কাতার চ্যারিটি প্রধান উল্লেখ করেছেন যে সংস্থাটি ইতিমধ্যে জীবন-দক্ষতা এবং জীবিকা কর্মসূচীতে বিভিন্ন মাদ্রাসায় সহায়তা করেছে। তিনি আশ্বাস দিয়েছেন যে এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মানবিক সহায়তার উপরও আলোচনা করা হয়। অধ্যাপক ইউনূস কাতার চ্যারিটিকে এলপিজি বিতরণ প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং শরণার্থী সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

 

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বাংলাদেশের মেয়েদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের লক্ষ্যগত সহায়তার আহ্বান জানান।

 

দুই নেতা বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স উদ্যোগ এবং দারিদ্র্য বিমোচনে তাদের প্রভাবপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস কাতার চ্যারিটিকে বাংলাদেশের বেসরকারি মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব অন্বেষণে উৎসাহ দিয়েছেন দারিদ্র্য মোকাবিলায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ