মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে জাহেলি যুগের ন্যায় নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড, সেই সঙ্গে সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে এই সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র-জনতা।
সমাবেশে উপস্থিত ছিলেন ‘আপ বাংলাদেশ’ মৌলভীবাজার জেলার কমিউনিকেশন টিমের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ মুন্না এবং পাপিয়া মঈনু তমা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য সালেহ আহমদ।
উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের অন্যতম সদস্য মোহাম্মদ এম এ রহমান ।
সমাবেশে বক্তারা সম্প্রতি ঢাকায় সোহাগ নামের এক যুবককে বর্বরভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না।” দেশবাসীকে সজাগ থাকার এবং চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা দেশের তরুণ সমাজকে সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই থাকবো, যতক্ষণ না এই বর্বরতা ও চাঁদাবাজির অবসান ঘটে।”
সমাবেশটি ঘিরে স্থানীয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।