মোঃ নয়ন ইসলাম মানজার , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা যুবদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাহেরচর বাজার সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এসময় তিনি তার বক্তৃতায় বলেন, “আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ শক্তি এই যুবক’রা। এই যুবকরাই পারে একটা দেশের যেকোন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়িয়ে আগামীদিনের বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করতে। রাঙ্গাবালী যুবদল অত্যান্ত দায়িত্বশীলতার সাথে সেই ভূমিকা পালন করছে বলে আমরা ইনশাআল্লাহ মনে করি। আগামীদিনে একটি নির্বাচন আসছে সেই নির্বাচনে গণমানুষের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে অরুন ও নিয়াজ এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গাবালী উপজেলায় সুসংগঠিত হচ্ছে আমরা আশা করি আগামীদিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার জন্য তাদের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল কাজ করে যাবে। আজকে নানা বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে কোথাও জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অসংখ্য লোক নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেজন্য আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে আগামীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার জন্য কোন মহল আজকে তৎপর হয়ে রয়েছে যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য আমরা আজকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজি, কোন জমি দখল, কোনো মানুষকে কষ্ট দেয়া এটা কোন ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করেনা। আজকে জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আগামীদিনে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে বিএনপির পতাকাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে,ধানের শীষকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করে আগামীদিনের নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে। এবং সেই কাজটি সবচেয়ে বেশি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
উপজেলা যুবদলের এই ইফতার মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. নিয়াজ আকন এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আঃ রহমান ফরাজি, সাধারন সম্পাদক হারুনর রশীদ হাওলাদার, সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, খোকা মৃধা, আব্বাস হাওলাদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লিটন হাওলাদার, এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন আকন, ফরিদ মৃধা, আসাদ মৃধা, মাহমুদ হাওলাদার, রাব্বি হাওলাদার, মাইকেল তালুকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।