শিরোনাম
চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

রিয়াদে বাপ্রসাফ এর জমকালো আয়োজন অনুষ্ঠিত ।

রিপোটারের নাম / ৪৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

 

সাদেক আহমেদ রিয়াদ প্রতিনিধি : রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ)এর উদ্যােগে ও প্রবাসী হোটেল এর আয়োজনে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে প্রীতি ফুটবল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী হোটেলের পরিচালক ব্যবসায়ী মজিবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন,প্রধান বক্তৃা ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল সেন্টারের এমডি ও এশিয়া টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,সাংবাদি ফোরামের সাধারন সমপাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাত আল মাহদী,তৃর্ণমুল বার্তার প্রতিনিধি প্রকৌশলী আসমাউল হুসাইন,মাইটিভি প্রতিনিধি সাদেক আহমেদ প্রমুখ প্রবাসী টিভি প্রতিনিধি ও বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।সভায় শুভেচছা বক্তব্য রাখেন ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল,এনটিভি দর্শক ফোরামের সহ:সাংগঠনিক সমপাদক শেখ মো:রাকীব,নাশীদ ব্রান্ডের আরিফ রব্বানী,সানসিটি মেডিকেল এর ভাইস প্রেসিডেন্ট ফজলে রাব্বি,পরিচালক মো;জাকির হোসেন,ফেন্ডলী মোবাইল প্রতিনিধি ইয়াসিন আরাফাত সহ প্রবাসী বিশিষ্ট জনরা।প্রতিযোগিতা মুলক খেলায় তীব্র সাড়াশী আক্রমণে বিবাহিত একাদশকে ৩-১ গোলে পরাজিত করে অবিবাহিত একাদশ জয়লাভ করে।বিপুল সংখ্যা বাংলাদেশী দর্শক ও পরিবার খেলার মাঠে উপস্থিত থেকে খেলা উপভেগ করেন।খেলা শেষে উভয় একাদশ কে এনটিভির লগো যুক্ত মগ উপহার দেওয়া হয়।খেলায় উপস্থিত দর্শকরা এমন আয়োজনের জন্য বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভুয়শী প্রশংসা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ