শিরোনাম
ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তালার হাজরাকাটী গ্রামে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।  বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি  পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।   সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে : ট্যামি ব্রুস মনোহরদীতে শীর্ষ স্থানীয় নেতাদের ঈদ আনন্দ ভাগাভাগি। ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

রিয়াদে বাপ্রসাফ এর জমকালো আয়োজন অনুষ্ঠিত ।

রিপোটারের নাম / ৩১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

 

সাদেক আহমেদ রিয়াদ প্রতিনিধি : রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ)এর উদ্যােগে ও প্রবাসী হোটেল এর আয়োজনে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে প্রীতি ফুটবল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী হোটেলের পরিচালক ব্যবসায়ী মজিবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন,প্রধান বক্তৃা ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল সেন্টারের এমডি ও এশিয়া টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,সাংবাদি ফোরামের সাধারন সমপাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাত আল মাহদী,তৃর্ণমুল বার্তার প্রতিনিধি প্রকৌশলী আসমাউল হুসাইন,মাইটিভি প্রতিনিধি সাদেক আহমেদ প্রমুখ প্রবাসী টিভি প্রতিনিধি ও বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।সভায় শুভেচছা বক্তব্য রাখেন ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল,এনটিভি দর্শক ফোরামের সহ:সাংগঠনিক সমপাদক শেখ মো:রাকীব,নাশীদ ব্রান্ডের আরিফ রব্বানী,সানসিটি মেডিকেল এর ভাইস প্রেসিডেন্ট ফজলে রাব্বি,পরিচালক মো;জাকির হোসেন,ফেন্ডলী মোবাইল প্রতিনিধি ইয়াসিন আরাফাত সহ প্রবাসী বিশিষ্ট জনরা।প্রতিযোগিতা মুলক খেলায় তীব্র সাড়াশী আক্রমণে বিবাহিত একাদশকে ৩-১ গোলে পরাজিত করে অবিবাহিত একাদশ জয়লাভ করে।বিপুল সংখ্যা বাংলাদেশী দর্শক ও পরিবার খেলার মাঠে উপস্থিত থেকে খেলা উপভেগ করেন।খেলা শেষে উভয় একাদশ কে এনটিভির লগো যুক্ত মগ উপহার দেওয়া হয়।খেলায় উপস্থিত দর্শকরা এমন আয়োজনের জন্য বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভুয়শী প্রশংসা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ