শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি নেতার চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস

রিপোটারের নাম / ২৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতার ১০ লক্ষ টাকা চাঁদা দাবি কল রেকর্ড ফাঁস হয়েছে । ফাঁস হওয়া কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তা নিয়ে পুরো উপজেলা শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে ওই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়।

 

বহিষ্কারকৃত বিএনপির নেতা আরিফ হাসান জজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য।

 

জানাগেছে, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সাথে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া গত ০৫ আগস্ট এর পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানি মূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছে । আর সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান জানান, তাকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাক্তির দায় কখনো দল নিবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ