মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরইবাড়ি গ্রামে অবস্থিত সরইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ১৯৬৮ সালে প্রায় ৯০ শতক জমিতে ১৫-১৬ শতকে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে অবদান রাখলেও অবকাঠামোগত সংকটে ভুগছে।
বিদ্যালয়ের বর্তমান চিত্র অত্যন্ত করুণ। এখনো পর্যন্ত বিদ্যালয়ের নিজস্ব একটি ভালো মানের ভবন নেই। শিক্ষার্থীরা পড়াশোনা করছে জোড়াতালি দেওয়া টিন সেট ঘরে। আধুনিক যুগে যেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো উন্নতমানের ভবনে রূপান্তরিত হচ্ছে, সেখানে সরইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত।
এছাড়াও বিদ্যালয়ের মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়। পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও মাটি ভরাটের অভাবে মাঠটি খেলার অযোগ্য হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরতির সময় বা শারীরিক শিক্ষার সময় খেলাধুলার সুযোগ পাচ্ছে না। শুধু তাই নয়, এলাকাবাসীর তরুণ প্রজন্মও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, যা সামাজিক উন্নয়নের জন্য বড় বাধা।
এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ মনে করছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই বিদ্যালয়ের সামনে মাটি ভরাট করে একটি সুন্দর খেলার মাঠ তৈরি করা জরুরি। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য একটি টেকসই ভবন নির্মাণের দাবি তুলেছেন তারা।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা আশা করছেন, অতি শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে মাঠ ভরাট ও নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে, যাতে শিক্ষার্থীরা এবং স্থানীয় যুবসমাজ খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, “আমাদের সন্তানরা যেন সুস্থভাবে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পায়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ এ বিষয়ে জরুরি ব্যবস্থা নিক।”