সিলেট প্রতিনিধি : গত ২৬ মার্চ ২০২৫ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে একযোগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। এ সময় শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।