ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর দাঁড়িপাল্লার সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি হাজী হারিছ আলীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুজন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাখছুছুর রহমান, বর্তমান উপজেলা আমীর মাওলানা আকবর আলী, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা আলমাছ আলী, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক ছাত্রনেতা হাফিজ আবু সুফিয়ান ত্বোহা, শিবির নেতা জামিল আহমদ ইউনিয়ন সভাপতি আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, জুলুম, নির্যাতন, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি সমৃদ্ধ পর্যটন নগরী দোয়ারাবাজার এবং শিল্পনগরী ছাতক গড়তে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। অতীতের জুলুম-নির্যাতন ও আয়নাঘরের মতো ভয়াবহ অধ্যায় যেন আর ফিরে না আসে, সে জন্য হ্যাঁ ভোটকে বিজয়ী করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দিয়ে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করতে হবে।
সমাবেশে বক্তারা দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।