এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পাটগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার সকাল ১১ টায় পাটগ্রাম সাহেব ডাঙ্গা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে পাটগ্রাম (এপি) সিনিয়র মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসা নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে।জবাবে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ৫৯ রানের টার্গেটে মাঠে নেমে ৪ ওভার ৩ বলে সাহাবী ও রাদ এর দূর্দান্ত ব্যাটিং জুটিতে ৫৯ রান সংগ্রহ করে ৯ উইকেটে জয়লাভ করে। উল্লেখ্য যে, এর আগেও স্কুলটি জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে কৃতিত্ব দেখিয়েছিল।