শিরোনাম
বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার – কমলগঞ্জ থানা পুলিশের সাফল্য

রিপোটারের নাম / ৩২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি :  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত জোড়া খুন মামলার প্রধান আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কমলগঞ্জ থানা পুলিশ।

 

গত ৩ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। আপন চাচা কর্তৃক নির্মমভাবে খুন হন দুই ভাতিজি – সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। এ সময় গুরুতর আহত হন হাজিরা বেগম (৪৫), যাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় ও তত্ত্বাবধানে, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, তদন্ত ও অপারেশন অফিসারের নেতৃত্বে একাধিক অভিযানিক দল গঠন করা হয়।

 

অভিযানের ধারাবাহিকতায় পরদিন ৪ জুন বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে কমলগঞ্জ থানাধীন ৭ নম্বর আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকা থেকে প্রধান আসামি মোঃ মাসুক আলী (৫৫), পিতা মৃত আইয়ুব আলী, গ্রাম কাঁঠাল কান্দি, থানা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার – কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাসুক আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মোট তিনজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

কমলগঞ্জ থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টায় এই চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ