শিরোনাম
রবীন্দ্রনাথ ঠাকুরের  মানবতাবাদ ও ভাববাদী দর্শন রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ  বেপরোয়া কিশোর গ্যাং মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন  আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

 

পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিঃমিঃ পরিভ্রমনে চট্টগ্রামের ৮জন রোভার স্কাউট

রিপোটারের নাম / ৩৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মোঃজহির উদ্দিন বাবর: বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪জন রোভার ও ৪জন গার্ল ইন রোভার প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড লাভে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ৫দিনে ১৫০ কিঃমিঃ পরিভ্রমন যাত্রা গতকাল ৯অক্টোবর সকাল ৬টায় চট্টগ্রাম কলেজ গেইট থেকে শুরু করেন।পরিভ্রমন যাত্রার উদ্বোধনীতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম,রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম,সহযোজিত সদস্য প্রলয় কুমার বড়ুয়া ও চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার পারভেজ সরকার।বাল্য বিবাহ রোধ করুন,দুষন মুক্ত পরিবেশ গড়ি,পলিথিন ব্যবহার রোধ করি,গাছ লাগান পরিবেশ বাঁচান,মাদক মুক্ত বাংলাদেশ গড়ি,নিরাপদ সড়ক চাই, জনসচেতনতামূলক শ্লোগান নিয়ে পরিভ্রমনে অংশগ্রহণকারী রোভাররা হলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের গার্ল ইন রোভার লুৎফুন নাহার ও শ্রাবনী দে,পটিয়া সরকারি কলেজের গার্ল ইন রোভার রোকসানা নাসরিন ও পুস্পিতা চক্রবর্তী, স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের রোভার মোঃ আবদুর রহমান খান ও ফাহাদুল ইসলাম। পথের মধ্যে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ