শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকলীগ নেতা সহ আটক-৩

রিপোটারের নাম / ৪৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর শ্রমিকদের সিরিয়াল অফিস দখলের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এর আগে ওই শ্রমিকলীগ নেতা ও তার অনুসারী ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র প্রদর্শনসহ বুড়িমারী-লালমনিরহাট সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ করে।

বুধবার (৬ মার্চ) দুপুর ২টায় বুড়িমারী স্থলবন্দরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

আটককৃতরা হলেন, বুড়িমারীর আজ্জারবাড়ী এলাকায় বাসিন্দা দুলাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২২), আবু হানিফ (৩২) এবং বুড়িমারী বাজার ১নং ওয়ার্ড বাসিন্দা নুরুল আমিন ছেলে আরিফুল হাসান চমন (৩৮)। সাজ্জাদ বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি।

জানা গেছে, সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন। নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে সরদার গ্রুপের সঙ্গে সাজ্জাদ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। কিছু দিন আগে সরদার গ্রুপের দখলে থাকা বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সিরিয়াল ঘরের সামনে সাজ্জাদ হোসেন তার দলবল নিয়ে দখলের জন্য অবস্থান নেয়।

এ সময় তাদের হাতে চাইনিজ কুড়াল, রাম দা, লোহার রড, লাঠি, ধারালো ছোরা ইত্যাদি দেখা যায়। তখন তারা বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি সাজ্জাদকে পূর্বের দায়েরকৃত মামলায় প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কারণে সাজ্জাদ এবং অপর দুইজন গ্রেপ্তারকৃত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ