শিরোনাম
আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম ছাতক উপজেলা ইউএনও’র সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাত চন্দনাইশ সাতবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড কর্মী সমাবেশ চন্দনাইশে অধিগ্রহণের জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন চন্দনাইশ জোয়ারা-কাঞ্চননগর বাদামতল ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ ও অভিষেক চুরির অভিযোগে রিক্সা চালককে মারধর আহত রিক্সা চালকের মৃত্যু স্বজনদের আহাজারী  । তালায় জাতীয় শিশু কিশোর ফুল কুঁড়ি সূবর্ণ জয়ন্তী পালিত ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি- ড. মোহাম্মদ আলী আজাদী সাংবাদিকদের কাছে আমার কাজের যৌক্তিক সমালোচনা আশা করি: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইমরুল ।
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

আইসিসিতে আম্পায়ারের দায়িত্ব পেলেন পাটগ্রামের মেয়ে জেসি

এফ আই রানা / ১৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন।

 

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের কোয়ালিফায়ার-৪ এ দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। সাথিরা জাকির জেসি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদ রফিকুল ইসলাম মেয়ে।

 

জানা গেছে, আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীয় জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। আগামী ৪-১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।

 

ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম বলেন,জেসির অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে, ছোট্ট একটা উপসহর পাটগ্রাম থেকে বিশ্বকাপের আম্পায়ার বিষয়টি সত্যিই আনন্দের ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

 

পাটগ্রাম পৌরবাসিন্দা আশরাফুল হাসান লিটন জানান,জেসি ছোট থেকেই চঞ্চল। সে ক্রিকেট খেলোয়ার হিসেবেও কৃতিত্ব দেখিয়েছিলো।এখন বিশ্বমঞ্চে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে বিষয়টি সত্যিই গর্বের।


এই ক্যাটাগরির আরো সংবাদ