শিরোনাম
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৫৫তম সভা অনুষ্ঠিত পুনাকের নতুন সভানেত্রী আফরোজা হেলেন  চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে ভারতের প্রতিক্রিয়ায় পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব- মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটে মতবিনিময় সভা অনুষ্ঠিত। পাটগ্রামে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ  টেস্টে তাসকিনের প্রথম ৫ উইকেট। জো বাইডেন ও ম্যাক্রোঁ পরিকল্পনায় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

ছাতকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উটেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রিপোটারের নাম / ৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন খানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৮০-৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উটেছে। এ বিষয়ে গত ৩ অক্টবর ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গ্রামের ৬৩ জন সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা,যায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালের ৫ জুন প্রধান শিক্ষক হিসেবে দায়ীত্ব গ্রহন করেন মোঃ ফরিদ উদ্দিন খান। এর পর থেকে ২০২১ সাল পর্যন্ত বিদ্যালয় পরিচালনা কমিটি ঐ শিক্ষকের কাছ থেকে আয় ব্যায় হিসাব আদায় করতে ব্যার্থ হয়েছে। বর্তমানে এলাকাবাসি এই প্রধান শিক্ষকের দুর্নিতি নিয়ে আলোকপাত করছেন। অভিযোগে আরও বলা হয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দেওয়া দ্বিতীয় তলা ভবন নির্মাণের বরাদ্দে দুর্নীতি, লন্ডন প্রবাসিদের দেওয়া বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের অর্থ ও দাতা সদস্যের দেওয়া অর্থ আত্মসাৎ, ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভর্তি ফি ভাবত অতিরিক্ত টাকা তুলে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বিভিন্ন পন্তায় ছাত্রছাত্রীদের নিকট হইতে সিকিউরিটি ভাবত ৫ থেকে ১০ হাজার টাকা আদায় সহ  বিভিন্ন খাতের প্রায় ৮০-৯০ লক্ষ টাকা আত্মসাত করেছেন তিনি। এছাড়াও তিনি সরকারে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান করতেন। এসব বিষয় পরিচালনা কমিটিকে অবহিত করলেও তারা ব্যার্থ হয়েছেন। যে কারণে গ্রামবাসি মিলে ঐ প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নিতির বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা
মুন্না বলেন তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ