শিরোনাম
দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আব্দুল রাজ্জাক / ২৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আব্দুল রাজ্জাক, বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আল্লাহ্ তায়ালা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো কিন্তু সকল ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের উপর এত জুলুম নির্যাতন করা হয়। এই নির্যাতনের ইতিহাস সকল যুগের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা সাধনা করেছে তাদের সকলের উপরই এসেছে। কিন্তু শত জুলুম নির্যাতনের পরেও সত্যবাদীদেরকে তাদের মূল লক্ষ্য থেকে এক চুল পরিমাণেও সরানো যায়নি।”
২৬ অক্টোবর শনিবার বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তব্য রাখেন, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমীর মুফতি ফজলুল করিম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ