শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া মাদ্রাসার এতিমখানা ও হেফজখানার নতুন ভবন উদ্বোধন ভারতের মেঘালয় রাজ্যের শিলং ভ্রমণের অভিজ্ঞতা  মোহরা ৫নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  চন্দনাইশে হযরত শাহ্ জালাল (রহ:) ট্রাভেলস এন্ড ওভারসীজের শুভ উদ্বোধন আগামী রোববার শপথ গ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সংকটকালে সবসময় সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে : প্রধান উপদেষ্টা  তালায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রিপোটারের নাম / ৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আরফাত হোসেন: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়া হবে। যাতে ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় চলে যাব। বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে এই সরকার চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘দায়িত্ব নেয়ার ৩ মাসের মধ্যে দৃশ্যমান অনেক কাজ হচ্ছে। গত তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রিজার্ভে হাত না দিয়ে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। ২২ নভেম্বর (শুক্রবার) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে একটা টিনের ঘরও বানান- নি। মসজিদের ফান্ডে লাখ লাখ টাকা থাকলেও ইমামদের বেতন দিতে চায়না মসজিদ কমিটি। ডিসিদেরকে নির্দেশনা দেয়া হবে যেসব মসজিদের আর্থিক অবস্থা ভালো তারা যেন প্রথম শ্রেণির কর্মকর্তার সম পর্যায়ে ইমামদের বেতন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রী পরিষদে সুপারিশ করা হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মুহাম্মদ তাহের আজিজি (দা.বা.)’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আল-আমিন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, আবদুল মান্নান ওসমানী, সেলিম উদ্দীন, শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন। তকরীর করেন মাওলানা নুরুল্লাহ যথাক্রমে আবদুল আল মারুফ, মাওলানা আনোয়ার আজাহারী, মাওলানা হাবিবুল্লাহ ওয়াহেদ, মাওলানা সিরাজুল ইসলামসহ আরও অনেকে। এর আগে তিনি মুরাদাবাদ বায়তুল ইমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় ‘মারকাযুল কোরআন তালীমুদ্দীন নূরানী মাদ্রাসা’ উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ