শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

বিজয় দিবসের সভায় নিজেদের মধ্যে ঝামেলা, ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত।

রিপোটারের নাম / ১৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : বিজয় দিবসে ব্যানার নিয়ে কোন্দলের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করছে আরেক কর্মী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইটে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন ছিল। কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে সকালে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথা কাটাকটি হয়। এর জেরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০-১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যায় জিসান। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে দলের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিসানকে ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। জানান, ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর এইচটি বাংলা কে বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ