শিরোনাম
কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটিকে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব’র অভিনন্দন পটিয়ায় বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই জনের মৃত্যু  সাতক্ষীরায় ফেন্সিডিল, ইয়াবাও ৪৪ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ এলজিইডিকে ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক । বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে দেয়া হয়েছে যমুনা রেলসেতু। সাদপন্থি নেতা মোয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত। গত ৬ মাসে ১০০ পোশাক কারখানা বন্ধ ,বেকার ৬০ হাজার শ্রমিক। এশিয়া কাপে ভারতের সাথে হেরে স্বপ্নভঙ্গ অনূর্ধ্ব-১৯ মেয়েদের। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনে মোরশেদ-সানাউল্লাহ-আজাদ পরিষদ জয়ী সাতক্ষীরায় বিরামহীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটিকে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব’র অভিনন্দন

রিপোটারের নাম / ১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

ছাতক প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব। শনিবার (২১ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব’র সভাপতি তানভীর আহমদ জাকির, সহ-সভাপতি আহমেদ সফির, সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন নির্বাচিত সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে কার্যকরি কমিটির সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ ক্লাবের সকল সদস্যদের কল্যাণ ও মঙ্গল কামনা করে বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্য আরো সুসংহত হবে বলে আমার বিশ্বাস। ক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ গোয়িং গ্লোবাল অফিসে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব ও জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি হিসেবে আবিদুর রহমান (দৈনিক সিলেটের ডাক), সহসভাপতি আনোয়ার সুমন (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক (সিলেট সান) ও আকবর রেদওয়ান মনা (দৈনিক শ্যামল সিলেট), কোষাধ্যক্ষ আলী হোসেন (একাত্তরের কথা), অফিস সম্পাদক ফখর উদ্দিন (আধুনিক কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ (কালবেলা), পাঠাগার সম্পাদক ফারুক আহমদ (জৈন্তাবার্তা), কার্যকরী সদস্য শাব্বির আহমদ (মানবজমিন) ও লবীব আহমদ (আজকের পত্রিকা)।


এই ক্যাটাগরির আরো সংবাদ