শিরোনাম
বিমান বিধ্বস্তের ঘটনায় পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রী খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবনে ফখরুল শেয়ারবাজারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : অর্থ উপদেষ্টা রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে  ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব আন্দোলনে গুলিবিদ্ধ হন তালার রিক্সা চালক সোলাইমান,চান সরকারি সহযোগিতা ২০২৪ সালে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানডার প্রধানমন্ত্রী ট্রুডো। নতুন বছরের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। অন্যের জমি নিজের নামে রেজিষ্ট্রি করতে বেপরোয়া প্রধান শিক্ষক হাফিজ; হামলা-লুটপাটের ভিডিও ভাইরাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান ২৫-২৬
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে ঘোড়ার হাল চাষে সংসার চলে বৃদ্ধ মমিনের 

রিপোটারের নাম / ৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু-মহিষ দিয়ে হাল চাষ প্রচলন প্রায় উঠে গেছে। গরু মহিষ দিয়ে হাল চাষ চোখে পড়ে না তেমন। ঠিক এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল চাষের  ঘটনা খুবই বিরল।

 

আর সেখানে  মাঠে গরু-মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমিচাষ করছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা  আব্দুল মমিন(৬৬)। তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বসত ভিটা ছাড়া কোন জায়গা জমি নেই।  ঘোড়া দিয়ে হাল চাষ করে চালান সংসার।

 

এক বিঘা জমি ঘোড়া দিয়ে হাল চাষ করে নেন ৪০০ থেকে ৫০০ টাকা।

ঘোড়া দিয়ে হাল চাষকারী বৃদ্ধ আব্দুল মমিন(৬৬) বলেন, আমার নিজের কোন জমি নেই। মানুষের জমিতে হাল চাষ করি। বিঘা প্রতি ৫০০ টাকা নেই।

 

গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটাচলা করে। ফলে কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়। এক দিনে দুই-তিন বিঘা পর্যন্ত জমিতে হালচাষ করা যায়। আমি গরিব মানুষ। এই কাজ করে সংসার চালাই।,

এ বিষয়ে জমির মালিক কৃষক ইমান আলী (৪০)বলেন, আমি ঘোড়া দিয়ে জমি চাষ করেছি। আমার জমির চতুর্দিকে সবজিও ভুট্টার আবাদ। ট্রাক্টর বা পাওয়ার টিলার ঢোকার মত রাস্তা নাই। জমি কি দিয়ে চাষ করবো দুশ্চিন্তায় পড়েছিলাম  । আগের মতো গরু দিয়ে হাল চাষও এখন নাই। একজনের কাছে জানতে পারলাম মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে। ঘোড়ার শক্তি গরুর চেয়ে অনেক বেশি। ঘোড়া খুব দ্রুত হাঁটে তাই হাল চাষও দ্রুত হয়। চাষ খুব ভালো হয়।,

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হারুন মিয়া বলেন, ‘আধুনিক কৃষি  যন্ত্রপাতির যুগে প্রায় কৃষকরাই এখন উন্নত মানের যন্ত্র দিয়ে দিয়ে জমি চাষ করেন। এখন গরু-মহিষের  হাল চাষ  চোখে পড়ে না সেখানে ঘোড়া দিয়ে হালচাষ করাটা  বিরল ।  আব্দুল মমিন নিজের জীবিকার প্রয়োজনে অন্যের জমিতে ঘোড়া দিয়ে চাষ বা মই দিচ্ছেন। তবে আমরা কৃষি বিভাগ কৃষকদের সবসময় আধুনিক যন্ত্র ব্যবহার করে চাষাবাদের জন্য  পরামর্শ দেই।,


এই ক্যাটাগরির আরো সংবাদ