শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

গিলানী চা বাগানের অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন চা শ্রমিকদের সেবক সংগঠন।

রিপোটারের নাম / ২৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন কাশবন এবং নতুনটিলা সহ গিলানী চা বাগানের অসহায় পরিবারের মাঝে। ২৬ শে জানুয়ারী ( রোববার) বেলা ১২ ঘটিকার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাহাড়ি বেষ্টিত অঞ্চল গিলানী চা বাগান, কাশবন এবং নতুনটিলা সহ প্রতিটি অসহায়, প্রতিবন্ধী, এতিম এবং সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে অত্র সংগঠনের সদস্যরা কম্বল বিতরণ করে থাকে। এতে কাশবন এবং নতুনটিলা সহ ২০ জন পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশীতে তাদের জাগ্রত হয়ে উঠে। ফলে তারা বলেন, আমরা কম্বলখানা পেয়ে আনন্দিত হয়েছি। সুবিধাবঞ্চিত মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করলে জানা যায়, অনেক অসহায়দের মাঝে কোনো বস্ত্র পাওয়া যায় নি বলে জানান তারা। নতুনটিলার এক সুবিধাবঞ্চিত নারী অঞ্জলী রিকমন বলেন, আমরা অনেক অসহায়, আমাদের মাঝো কেউ কোনো খুজখবর নেই নি। আমাদের বাগানের এবং ইউনিয়নের কোনো নেতা আমাদের কে কোনো কিছু দেই নি। আমরা সারা দিনে একবেলা খাইলে এক না খেয়ে দিন কাটাই। ভাঙ্গা ঘরে অনেক কষ্টে দিন কাটাছি।
চা শ্রমিকদের সেবক সংগঠন দীর্ঘ ২ বছর ধরে গরীব, দারিদ্র্য, অসহায়, প্রতিবন্ধী, এতিম এবং সুবিধাবঞ্চিত মানেষদের মাঝে কার্যক্রম চলছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা চা বাগানের বিষ্ণু হাজরা রাজু ও সন্তোষ লোহার ও ত্রাণ বিষয়ক সম্পাদক ভুড়ভুড়িয়া চা বাগানের শান্ত মৃর্ধা দিপক, কোষাধ্যক্ষ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের টিলা ক্লার্ক প্রশান্ত ভট্টাচার্য, নিপু ভূমিজ, ও কিরন কর্মকার, সাংগঠনিক সম্পাদক রামগঙ্গা চা বাগানের মাখন কৃষ্ণ গোয়ালা, সহ কোষাধ্যক্ষ ও উদোক্তা নালুয়া চা বাগানের লিটন মুন্ডা প্রচার সম্পাদক গিলানী চা বাগানের সাংবাদিক বাবলু তন্তবায় দীপু এবং গোপাল তাঁতী।
“চা শ্রমিকদের সেবক” মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ‍্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির টাকা প্রদানের মাধ‍্যমে বাংলাদেশের বিভিন্ন চা বাগানের, এতিম, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ‍্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন‍্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ‍্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ‍্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।


এই ক্যাটাগরির আরো সংবাদ