শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার

রিপোটারের নাম / ২৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে তালা উপজেলার হাজরাকাঠী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্সের বাড়ী থেকে এক কেজি গাঁজা ও দশ পিস ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স (২১) তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মোঃ সরদার রহমত আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেহেদী হাসান প্রিন্স দীর্ঘদিন যাবত অঞ্চল জুড়ে স্কুল কলেজ পড়ুয়া যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছিল। ইতোমধ্যে মাদক বিক্রি করেছে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বিষয়টি কয়েক দফায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রিন্সের বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে গাঢাকা দেয় প্রিন্স তাই তাকে আটক করতে পারিনি সংশ্লিষ্ট দপ্তর।

সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে  জানা যায় তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মেহেদী হাসান প্রিন্সের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘর থেকে এক কেজি গাঁজা ও দশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে মাদক বিক্রেতা মেহেদী হাসান প্রিন্স মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে একইসঙ্গে মেহেদী হাসান প্রিন্সের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ