এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান (৬) নামের মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা স্টেশন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সোবহান রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশন পাড়ার ট্রাকচালক শরিফুল ইসলাম বাবুর দ্বিতীয় সন্তান ও বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন আব্দুস সোবহান রাইহান। এ সময় বিপরীত দিক বড়খাতা থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে যান । সেখানে কতব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর হাসাপাতালে প্রেরণ করে। সেখানে বিকাল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান নামের এক মাদ্রাসাছাত্রের নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গিয়েছে ।