শিরোনাম
গ্রামের মানুুষ ধানের শীষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : হাজী আল মামুন মনোহরদীতে বড় বোনের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ। পোরশায় সড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার । আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মনোহরদীর বাইরে অবস্থানরত জামায়াতের সাংগঠনিক কর্মীদের ঈদ পুনর্মিলনী । পঁচা গরুর মাংস ফ্রিজে স্টোক রাখার অপরাধে দোকান সিলগালা ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তালার হাজরাকাটী গ্রামে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

মনোহরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

রিপোটারের নাম / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) : আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।

 

এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

 

মনোহরদী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিএনসিসি, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, সরকারী শিশু পরিবার এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও কসরত প্রদর্শনী হয়।

 

উক্ত কুজকাওয়াজ ও কসরত প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সময় মনোহরদী উপজেলার নানান শ্রেণিপেশার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ