শিরোনাম
পুঁজিবাজারে ঢাকার সূচক বাড়লেও কমেছে চট্টগ্রামে গাজায় ইসরাইলি হামলা-গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‍্যালি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সাতক্ষীরায় র‌্যাব-৬ এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন : প্রধান উপদেষ্টা একটি হারানো বিজ্ঞপ্তি।  শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে  বায়ার্ন মিউনিখকে হারিয়ে  দুর্দান্ত জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। “দাগি” সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রতিবাদ জানালো ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মহানগরী’র কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহেল রানা (৩৭) ও মো: উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে ও উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো: আবদুল সরকারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল পৌনে ৩ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বাধীন টিম বিকাল ৩ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। অএসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ