পোরশা (নওগাঁ) প্রতিনিধি :– নওগাঁর পোরশা উপজেলার ৪ নং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পরিষদের নিজ শোভা কক্ষে।বাজেট ঘোষণার শুভ উদ্বোধন ঘোষনা করেন ।
সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল বারীক, বাজেট উপস্থাপনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন মোঃ বারী ৭ নং ওয়ার্ড সদস্য, শ্রী শ্যামল চন্দ্র পাহান,আব্দুস সালাম সদস্য ৬ নং, এনামুল হক সদস্য ৮, মোঃ শরিফুল ইসলাম শেখ সদস্য ৩ নং ওয়ার্ড, সহ সাধারণ মানুষ উল্লেখ্য রাজস্ব আয় ৩৪,০৭,৪৩৮/ রাজস্ব ব্যয় ৩৩,১৪,০৩৮/ এবং উন্নয়ন আয় ২,৮৪,৬৫৯৪৭/টাকা উন্নয়ন ব্যয় ২,৮৪,৬৫৯৪৭/ধারে বাজেট ঘোষণা করা হয়। সর্বমোট বাজেট আয় ৩১৮৭৩৩৮৫ / এবং বাজেট ব্যয় ৩১৭৭৯৯৮৫/ অর্থ বছর শেষে বাজেট উদ্বৃত্ত ৯৩,৪০০/ টাকা।