শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে “Quality Teaching” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেনগর-এর উদ্যোগে গত ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, কলেজের অডিটোরিয়ামে “পাঠদানের মান উন্নয়ন” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রয়োগে সচেতনতা সৃষ্টি করা।

 

 

সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কার্যকরভাবে সম্পৃক্তকরণ এবং ফলপ্রসূ মূল্যায়ন পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন শিক্ষকের পাঠদানের দক্ষতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তাই গুণগত পাঠদানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে।”

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল হক রাজিব। তিনি ‘শিখন-শেখানো’ প্রক্রিয়ার বিভিন্ন কৌশল, পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা এবং মূল্যায়ন পদ্ধতির আধুনিক দিকসমূহ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তার উপস্থাপনায় শিক্ষকদের জন্য বাস্তবসম্মত এবং প্রযোজ্য বিভিন্ন শিক্ষণ কৌশল তুলে ধরা হয়।

 

 

সেমিনারে কলেজ অ্যাডজুটেন্ট, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে উপস্থিত শিক্ষকরা পাঠদানের গুণগত মানোন্নয়নে নিজেদের ভূমিকা নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।

 

এমন সেমিনার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ