শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আইজিপি ব্যাজে ভূষিত হচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

রিপোটারের নাম / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যতিক্রমী অবদান এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

 

 

আগামী পুলিশ সপ্তাহে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এক বিশেষ আয়োজনে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয় এই সম্মানজনক ব্যাজ প্রদান করবেন। এ ব্যাজ বাংলাদেশের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিশেষ স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।

 

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন তাঁর দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, জনগণের আস্থা অর্জন এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বাস্তবায়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে সকল মহলে। বিশেষ করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে গেছেন তিনি।

 

এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের এই গৌরবময় অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর নেতৃত্বে জেলার পুলিশ সদস্যরা আরও অধিক মনোযোগ, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

 

জেলার সচেতন নাগরিক সমাজ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের এই কৃতিত্বকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর এ স্বীকৃতি মৌলভীবাজার জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

উল্লেখ্য, পুলিশ সপ্তাহে প্রতিবছর দেশব্যাপী চৌকস ও সেবা-নির্ভর পুলিশ কর্মকর্তাদের এ ব্যাজ প্রদান করা হয়, যা তাদের কৃতিত্বপূর্ণ কর্মের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ