মোঃ আলাউদ্দিন , মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার প্রিয় মুখ, পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, আজ একটি গৌরবময় অর্জনের মধ্য দিয়ে জেলার সকল নাগরিকের মুখ উজ্জ্বল করলেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম, মহোদয় কর্তৃক তাঁকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” প্রদান করা হয়েছে।
এই ব্যাজটি পুলিশ বাহিনীতে দৃষ্টান্তমূলক, প্রশংসনীয় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে। জনাব জাহাঙ্গীর হোসেন এর সেবামূলক কর্মকাণ্ড, মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাগত দক্ষতা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
মৌলভীবাজারের সকল শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এই অর্জন ভবিষ্যতেও পুলিশ বাহিনীতে সেবার মনোভাব ও জনকল্যাণের পথকে সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।