শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ভূমি উন্নয়ন সচেতনতায় ছাতকে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে ভূমি উন্নয়ন সচেতনতায় ছাতকে তিনদিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন মেলা।

জমি সংক্রান্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলা শুরু হয়েছে।

রোববার (২৫ মে) সকালে ছাতক উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ছাতক উপজেলা ভূমি অফিসের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। উপজেলা ভূমি অফিস সেবা চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

মেলার সঞ্চালনায় ছিলেন প্রধান অফিস সহকারী দেলোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, জারিকারক বাবুল মিয়া, চেইনম্যান আব্দুল হাই সেবা গ্রহিতা ব্যবসায়ী আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

ভূমি মেলাকে ঘিরে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার এবং তথ্য ও সেবা বুথ স্থাপন। এতে সাধারণ জনগণ সহজেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

এই কর্মসূচির আওতায় থাকছে—ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সরবরাহসহ ভূমি-সম্পর্কিত যাবতীয় সেবা।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জনসচেতনতা বাড়বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ