শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেনা বগুড়া জেলা ছাত্রদল

রিপোটারের নাম / ২৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার এবং হলগার্ডকে লাঞ্ছিত ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার।

 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী লাঞ্ছিত হন। তার অভিযোগ, পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিলের (রোল- ২৬৮০২৮) উত্তরপত্র হলগার্ড জমা দিতে বললে এ ঘটনা ঘটে। উচ্চস্বরে নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি উল্লেখ করে হলগার্ডকে মারধর করে এবং কেন্দ্রের বাইরে গেলে হামলা করা হবে বলেও হুমকি দেয়। শাকিল পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে।

এদিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দলীয় সিদ্ধান্তে এ আদেশ অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিন।

 

উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু জানান, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও হলগার্ডকে লাঞ্ছিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরেজমিনে কেন্দ্রে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ