শিরোনাম
সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক কর্মীদের পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করেছে।

রিপোটারের নাম / ৪৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক তার কর্মীদের পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখপাত্র জানান,“বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ‘শালীন পোশাক’ পরিধানের বিষয়টি আলোচিত হলেও, তা ছিল পরামর্শ পর্যায়ের প্রস্তাব। এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা বা নীতিগত সিদ্ধান্ত ছিল না।”

 

তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এবং তা বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুরো প্রস্তাবনা বাতিল করা হয়।

 

এর আগে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ২৩ জুলাই রাতে প্রকাশিত খবরে বলা হয়,২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ একটি সার্কুলার জারি করে, যেখানে:

নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না বা শালীন পেশাদার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়

ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস বর্জন করতে বলা হয়

 

ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়

 

পুরুষদের ক্ষেত্রে জিনস ও গ্যাবার্ডিন পরা নিরুৎসাহিত করা হয়

 

এই নির্দেশনার বাধ্যতামূলক রূপ ও শৃঙ্খলাভঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে।

 

সমালোচনার মুখে, ব্যাংক কর্তৃপক্ষ রাতেই একটি ব্যাখ্যামূলক বিবৃতিতে জানায়,“এই সার্কুলারটি ছিল পরামর্শমূলক, এতে কারও পোশাকের স্বাধীনতা খর্ব করার কোনো উদ্দেশ্য ছিল না।”

 

মুখপাত্র আরিফ হোসেন খান জানান,“ভবিষ্যতে এ ধরনের কোনও প্রস্তাব বা নীতিমালা থাকলে, তা সরকারি সার্কুলার আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”

 

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আলোচনা থেকে উদ্ভূত একটি পোশাক সংক্রান্ত নির্দেশনা গণমাধ্যমে আসার পরপরই সমালোচনা ও ভুল বোঝাবুঝির জন্ম দেয়। গভর্নরের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত প্রত্যাহার করা হয়েছে এবং কর্মকর্তাদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ