লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল লতিফের আয়োজনে এ সমাবেশ অনুষ্টিত হয়।
দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, (ছাতক সার্কেল) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ, মোঃ সফিকুল ইসলাম খান,
পুলিশ পরিদর্শক (তদন্ত),
রঞ্জন কুমার ঘোষ।
এছাড়াও জাহিদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিট ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি, ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের প্রতি অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।